চাঁদপুরে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

index_13326চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আবু তাহের নামের এক কৃষকের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কাপাইকাপ গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ীতে প্রতারকচক্রের কাছ থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। ওইসময় চার সদস্যের নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার তাহের।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জে বিজিবির দায়িত্বে থাকা নায়েব সুবেদার আবদুল হান্নান। তিনি আরো জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির মূল্য আনুমানিক ২০ কোটি টাকা। তার ওজন প্রায় ৩৫ কেজি।দিনভর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে রাত ১০ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় প্র্রশাসন। এব্যপারে বিজিবির পক্ষ থেকে কুমিল্লা কাস্টমসে একটি মামলা দায়ের করা হবে। দুপুরের পর থেকে ওই এলাকায় প্রতারক চক্রকে ধরতে পুলিশ-বিজিপি টহল দিয়েছে। ইতোমধ্যে প্রতারক চক্রের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের আবু জাফর (৪৮) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তাজুল ইসলাম (৪০)।
ঘটনার বিবরণীতে জানা গেছে, উপজেলার দ্বাদশ ইউনিয়নের নাসিরকোর্ট গ্রামের আবু তাহের মিজি কৃষি কাজ করতে গিয়ে এই পাথরের খন্ড পায়। ওই খন্ডটি চকচক করে বিধায় গোপনে ঘরে নিয়ে বস্তায় রাখে।

বিষয়টি নিয়ে পাশ্ববর্তী কাপাইকাপ গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের স্বরণাপন্ন হয়। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম সর্ম্পকে কৃষকের মামাতো ভাই। আর এই কৃষকের সরলতাকে পুঁজি করে সাবেক ইউপি সদস্য ও বাকিলার আবু জাফরসহ দুই লাখ টাকার প্রলোভন দিয়ে কষ্টিপাথরটি হাতিয়ে নেয়ার চেষ্টা করে। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১০ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী কাপাইকাপ গ্রামের রাসেল বলেন, একটি কালো মাইক্রোবাসে ৪ জন লোক আসে। গাড়ীর নম্বরটি ঢাকা মেট্টো ট-১৪২৩৭০। তারা ৫ মিনিটের মধ্যেই বস্তায় করে পাথরটি গাড়িতে তুলে নিয়ে গেছে। আমাদের পিস্তলের ভয় দেখায়।

ইউপি সদস্য নজরুল ইসলামের স্ত্রী নাছিমা বলেন, আমার স্বামী দোষী না। কৃষক আবু তাহের টাকার নিরাপত্তার জন্য কষ্টি পাথর নিয়ে আমাদের বাড়ীতে আসে। সেখানে বাকিলার আবু জাফরসহ কয়েকজন কালো মাইক্রোবাস নিয়ে এসে পাথরটি নিয়ে গেছে। ওইসময় আমার বাঁধা দিলে পিস্তল দেখিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের সাথে আসা চান্দিনার তাজুল ইসলাম ও আবু জাফরকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমার স্বামীকে নিয়ে গেছে।

এদিকে বিজিবি মূর্তিটি উদ্ধারের পর থেকে কৃষক আবু তাহের মিজির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সরজমিনে গিয়ে তার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে দাবী করেছেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, বিষয়টি নিয়ে কুমিল্লা কাস্টমসে মামলা দায়ের করবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G