লতা-পাতা খেয়ে বেঁচে আছে মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার মাদায়া শহরের প্রায় ৪০ হাজার লোক ঘাস, লতা-পাতা খেয়ে বেঁচে আছে। শহরটিতে ইতোমধ্যে ২৩ জন লোক অনাহারে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মাদায়া শহরটি বেশ কয়েক মাস ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। সর্বশেষ গত অক্টোবরে ত্রান সহায়তা পাঠানো হয়েছিল শহরটিতে। অবরুদ্ধ এই শহরটির পরিস্থিতি বর্তমানে ভয়াবহ বলে জানাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।
আব্দুল ওয়াহাব আহমেদ নামে মাদায়ার একজন বাসিন্দা জানান, না খেতে পেয়ে দুইজন লোক বৃহস্পতিবার মারা গেছে। সরকারী বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা এখানে অবরোধ আরোপ করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ জন মারা গেছে। দুইশ দিন ধরে মাদায়া অবরুদ্ধ হয়ে আছে। এখানকার লোকজন এখন মাটি-ঘাস-গাছের পাতা খাচ্ছে কারণ খাওয়ার আর কিছু নাই। শীতের কারণে পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। ঘাস-পাতাও শুকিয়ে যাচ্ছে।
আব্দুল রহমান নামে আরেক বাসিন্দা জানিয়েছেন, শহরে কোনো কুকুর-বিড়াল বেঁচে নেই। এমনকি গাছের যেসব লতা-পাতা খাওয়া হচ্ছে তাতেও সংকট দেখা দিয়েছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দা চিলড্রেন জানিয়েছে, মাদায়ায় যদি জরুরী ভিত্তিতে খাবার, চিকিৎসা সামগ্রী, জ্বালানীসহ জরুরী সামগ্রী পৌঁছানো না যায় তাহলে আরও শিশু মৃত্যুর ঘটনা ঘটবে।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার সরকার মাদায়ায় মানবিক সাহায্য পৌঁছাতে রাজী হয়েছে। কোনো ঝামেলা না হলে সোমবারের মধ্যে সেখানে সাহায্য সামগ্রী নিয়ে ট্রাক পৌঁছাতে পারবে।
প্রতিক্ষণ/এডি/এফটি