কঠোর কর্মসূচি দিবে ব্যাংক কর্মকর্তারা

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnkঅষ্টম বেতন কাঠামোয় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের মর্যাদার অবনমনসহ অন্যান্য বৈষম্য দূর করার দাবি না মানা হলে ১৫ জানুয়ারি থেকে গণছুটিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করার সময় এই কথা বলেন কর্মকর্তারা।

গত ৭ জানুয়ারি থেকে এই কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ১৪ তারিখের মধ্যে যদি দাবি না মানা হয়, তাহলে ১৫ তারিখ কঠোর কর্মসূচি ঘোষণা করবে তারা।

আন্দোলনরত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ১৫ তারিখে পূর্ণ কর্মবিরতিসহ পেমেন্ট সিস্টেম, আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মবিরতিতে নেতৃত্ব দিচ্ছেন অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G