বুর্কিনায় হোটেলে হামলায় নিহত ২০

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৯:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

rtrtrtপশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। খবর- বিবিসি, রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনো হয়। এরপর তিন থেকে চার জন মুখোশধারী সন্ত্রাসী গুলি ছুঁড়তে ছুঁড়তে হোটেলটির ভেতরে প্রবেশ করে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রী আলফা বেরি গণমাধ্যমে জানিয়েছেন, জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। ফ্রান্সের স্পেশাল ফোর্সসহ অন্যান্য দেশের সহায়তা চাওয়া হয়েছে।

ওয়াগাদোগো বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামে এ হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আল-কায়েদাসহ ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর অন্যতম ঘাঁটি মালির সীমান্তবর্তী দেশ বুর্কিনা ফাসো। দেশটিতে কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। তবে কয়েক বছরের মধ্যে এই প্রথম ইসলামপন্থী জঙ্গি সংগঠনের হামলার শিকার হলো  বুর্কিনা ফাসো।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G