পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ২১
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১৪০ কি.মি. দূরে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাছা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় অধ্যাপকসহ কমপক্ষে ২১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত ঐ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ভেতর থেকে বড় ধরণের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এ সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের ব্যাপক গোলাগুলি হয়। হামলায় সবাই আতংকগ্রস্থ হয়ে পড়ে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিনজন হামলাকারী ৩ হাজার ছাত্র থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছায়।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ৩ হাজারের অধিক ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় ভবনে উপস্থিত ছিলেন। এছাড়া হোস্টেলেও ছিলেন অনেক ছাত্রী। এর আগে মঙ্গলবার হুমকির মুখে তিনটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
প্রতিক্ষণ/এডি/এফটি