রংপুরে জাপার সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

rtyrtyrরংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রংপুরে হরতাল চলছে।

হরতালে সব ধরনের ছোট-বড় দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এমনকি বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলছে না। আর এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে চাকরিজীবীসহ শিক্ষার্থীরা। মানুষজন হেঁটে প্রয়োজনীয় কাজ সারছে। হরতালে স্থবির হয়ে পড়েছে নগরী। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালকারীরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে।

জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ইয়াসিরের ওপর হামলা এবং রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদেই এই হরতাল চলছে। হরতালে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন থাকায় রংপুরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে।

তিনি আরো জানান, জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীরা নগরীর পায়রা চত্বর, শাপলা চত্বর, লালবাগ, মেডিকেল মোড়, ডিসির মোড়, মডার্ন মোড়, দর্শনা মোড়, টারমিনালসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষও হরতাল পালনের মধ্য দিয়ে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানাচ্ছে।  

হরতালে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর মহানগরীতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসির। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G