ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের স্কুল

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি

ঘাসফুল

তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হয়ে উঠেছে। এমনই এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে বর্তমানে বিভিন্ন জনসচেতনতামূলক এবং সামাজিক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এরই ধারাবাহিকতায় এক স্ট্যাটাসের মাধ্যমে ময়মনসিংহের পথশিশু ও সুবিধা বঞ্চিদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে উঠেছে  স্কুল ‘ঘাসফুল শিশুনিকেতন’।

জানা যায়, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের কোল ঘেষে চরাঞ্চলে চরকালি-বাড়ি এলাকায় স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফেসবুক বন্ধুদের উদ্যোগে (২০১৪) সালে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুলটি গড়ে ওঠে ।

ঘাসফূল

প্রসঙ্গত, ২০১৩ সালের মার্চে ফেসবুক বন্ধু আক্তারুজ্জামান পাভেল(প্রধান উদ্যোক্তা) তার ফেসবুক আইডিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কিছু একটা করতে চাই এমন স্ট্যাটাসের দেয়। ফলে তার ফেসবুক বন্ধুরা অনেকেই একমত পোষণ করে ।

তারা প্রথমে হিউম্যানিটাস সোশ্যাল সার্ভিস সেন্টার নামে সংগঠন গড়ে তুলে। এই সংগঠনের সদস্যদের প্রতিমাসে নির্দিষ্ট হারে মাসিক চাঁদার মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা,পোষাক,টিফিন দেওয়া হয়।এই অর্থায়নে পরিচালিত হচ্ছে ঘাসফুল শিশুনিকেতন বিদ্যালয়টি ।

ঘাসফুল

বর্তমানে স্কুলটিতে অর্ধশত সুবিধা বঞ্চিত শিশু পড়াশোনা করছে। সপ্তাহে ছয়-দিন খোলা থাকে এটি। যার পিছনে শ্রম দিচ্ছেন ২জন বেতন ভুক্ত শিক্ষক।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G