ফের কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

ddrytrবিশ্ববাজারে আবারো কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ার পর সোমবার তেলের দাম আবার নেমে এসেছে।

সোমবার চার দশমিক এক শতাংশ কমে গিয়ে ব্যারেলপ্রতি দর হয় ৩০ দশমিক ৮৬ ডলার। ইউএস শেড তেলের দর ৪ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ৩০ দশমিক ৬৮ ডলার। এর আগে সপ্তাহের শেষদিনে গত শুক্রবার ১০ শতাংশ দর বেড়েছিল।

ওপেক মহাসচিব তেল উৎপাদনকারী দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানানোর পরও তেলের দাম কমলো। তেলের দর হ্রাসের কারণে অনেকদিন ধরেই উৎপাদন কমানোর পরামর্শ দিচ্ছে ওপেক। কিন্তু ওপেকভুক্ত সদস্য সৌদি আরবই তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি। ওপেকের বাইরে থাকা দেশ রাশিয়া এবং আমেরিকাও তেলের উৎপাদন কমানোর বিষয়ে কোন আলোচনায় রাজি নয়।

ওপেকের মহাসচিব আবদুল্লাহ আল বদরি বলেন, ওপেক ও ওপেক বহির্ভূত সব দেশকে তেলের অতিরিক্ত সরবরাহ কমিয়ে তেলের দর বাড়ানোর বিষয়ে কাজ করতে হবে। তেল উৎপাদনকারী বড় বড় দেশগুলোর অবশ্যই মজুদ কমিয়ে তেলের দর বাড়ানোর বিষয়ে ঐকমত্যে আসা উচিত। বর্তমানে তেলের যে বাজার দর রয়েছে তা ভবিষ্যতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G