কিছু অজানা তথ্য!

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Question-Markমানুষের জানার কোনো শেষ নেই। এমন অনেক তথ্য আছে যা জীবনের শেষদিন পর্যন্তও মানুষের কাছে অজানাই থেকে যায়। কারণ, জানার চেয়ে অজানার পরিধিটাই আমাদের কাছে বেশি। এমনই কিছু তথ্য জেনে নিন যার মধ্যে বেশির ভাগ তথ্যই আপনার জানা নেই।

-ছেলেদের তুলনায় মেয়েদের জিহ্বায় স্বাদগ্রন্থির সংখ্যা বেশি।

-প্রিয় মানুষের দিকে তাকালে চোখের পাতা পড়ার হার ৪৫ শতাংশ পর্যন্ত কমে যায়।

-আপনার আইফোনটি পরিপূর্ণভাবে চার্জ দিতে ৫৯৫টি কমলালেবুই যথেষ্ট।

-কেঁচোর ভেতর সর্বোচ্চ ৯টি পর্যন্ত হৃদয় থাকতে পারে।

-কলম্বাস বিশ্বাস করতেন যে, পৃথিবীর আকার নাশপাতির মতো।

-খাবার না পেলে অনেক সময় ফিতাকৃমি নিজেকে খেতে শুরু করে।

-পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কুকুরটি মারা যায় ২৯ বছর বয়সে।

-দাঁত মানবদেহের সবচেয়ে শক্ত বস্তু।

-মধুই একমাত্র খাবার, যেটি কখনো পচে না।

-সদ্য জন্ম নেওয়া ক্যাঙ্গারু শাবক এতটাই ছোট থাকে যে, একটি টেবিল চামচে দিব্যি এঁটে যায়।

-কোয়েলা ভালুক দিনের ২২ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়।

-একজন মানুষের হৃদয় গড়ে ৩০০ কোটিবার স্পন্দন করে।

-মানুষের ডিএনএ এর সঙ্গে কলার ডিএনএ এর ৫০ শতাংশ পর্যন্ত সাদৃশ্য পাওয়া যায়।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G