তওবা কবুল হওয়ার শর্তাবলী

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ertertমনে রাখবেন, তওবা করলেই কবুল হয়ে যায় না। ক্ষমা প্রার্থনা করলেই আল্লাহ তা’আলা মানুষকে ক্ষমা করে দেন না। তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ না হলে তওবা কবুল হবে না।

তওবা কবুল হওয়ার জন্য চারটি র্শত রয়েছে।

১। পূর্বের কৃত কাজের উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া।

২। ঐ কাজ দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় সংকল্প করা।

৩। পূর্বের কৃত কাজ থেকে এখনই বিরত হওয়া এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা।

৪। অন্যের অধিকার ক্ষুন্ন করার কারণে আপনার উপর যে কর্তব্য বা ঋণের দায়িত্ব বর্তায় তা পরিশোধ করা। যেমনঃ আপনি যদি কাউকে গালি দিয়ে থাকেন অথবা কারও অধিকারে হস্তক্ষেপ করে থাকেন, তাহলে আপনার কর্তব্য হলো তার নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তার পাওনা ফেরত দেওয়া। আর যদি অন্যায়টি অন্যের অধিকার ক্ষুন্ন করার সাথে সম্পর্কিত না হয়, তাহলে পূর্বের তিনটি শর্ত পূর্ণ করলেই আশা করা যায় যে, আল্লাহ আপনার করা তওবা কবুল করে আপনাকে ক্ষমা করে দেবেন।

আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তাওফীক দান করেন এবং তিনি যেন আমাদের তওবা কবুল করে আমাদের ক্ষমা করে দেন। আমীন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G