৮০ হাজার শরণার্থী তাড়াবে সুইডেন
আন্তর্জাতিক ডেস্ক
৮০ হাজার শরণার্থীকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগিম্যান এ ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আন্দ্রেস ইগিম্যান বলেন, শরণার্থীদের ভাড়া করা বিমানে করে দেশে ফেরত পাঠানো হবে। এতে কয়েক বছর সময় লাগবে। আমরা ৬০ হাজার লোকের কথা বলছি। তবে সংখ্যাটা ৮০ হাজার পর্যন্ত হতে পারে।
২০১৫ সালে সুইডেনে প্রায় এক লাখ ৬৩ হাজার শরণার্থী আশ্রয় চেয়ে আবেদন করেছে। এর মধ্যে মাত্র ৫৫ শতাংশের আবেদন গত বছর গৃহীত হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধসহ বিভিন্ন সংকটের কারণে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জনস্রোত যাচ্ছে ইউরোপের কয়েকটি দেশে।
প্রতিক্ষণ/এডি/এফটি