শুরুতেই থাকবে দেশীয় চ্যানেল

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

enuবাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সবার আগে রাখতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে ঢাকা বিভাগের ক্যাবল অপারেটর্স মালিক উন্নয়ন পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান এসময় বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ক্যাবল চ্যানেলে এক থেকে ৩০-এর মধ্যে কোনো বিদেশি চ্যানেল রাখা যাবে না এবং কোনো ক্যাবল অপারেটর অবৈধভাবে কোনো বাংলা সিনেমা প্রদর্শন করতে পারবে না।

বাংলাদেশি সিনেমার পাইরেসি বন্ধে এ নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সভায় অপারেটরদের দাবির প্রেক্ষিতে লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবললাইন এবং এ ব্যবসায় যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে মন্ত্রণালয় ও ক্যাবল অপারেটরস মালিকদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিক্ষণ /এডি /হাবীব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G