কলেজ ছাত্র খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়নসিংহে সহপাঠীকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র মুহতাসিম বিল্লাহ দূর্বৃত্তদের ছুরিঘাতে নিহত হওয়ার ঘটনায় খুনীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজ গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শতশত শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রফিক ও কলেজ শিক্ষক মফিজুর নূর খোকা। মানববন্ধনে বক্তরা মুহতাসিম বিল্লাহর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, প্রশাসন অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে গেলে প্রশাসনকে এই দায়ভার নিতে হবে।
এদিকে, নিহতের ঘটনায় শুক্রবার মুহতাসিমের পিতা এমদাদুল হক বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় তিনজনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ১৩ জনের নামে মামলা দায়ের করেছে। নিহত মুহতাসিম বিল্লাহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি কমার্সের ছাত্র।
উল্লেখ্য, বৃহস্পতিবার মুহতাসিম বিল্লাহ প্রাইভেট শেষে বিকালে কলেজ রোড এলাকায় চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় কয়েজন দূর্বৃত্ত এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে বন্ধুদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যায় মুহতাসিম।