নওগাঁয় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
জেলা প্রতিবেদক
নওগাঁর সাপাহারে প্রথমদিনের এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয় ও ৪০টি দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহন করে। উপজেলার তিনটি কেন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শরফতুল্লাহ ফাজিল মাদরাসায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথমদিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৭৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ০১ জন। এদের মধ্যে ছাত্র ৩৯৯ জন ও ছাত্রী ১৭৪ জন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৩৪, অনুপস্থিত ০১। এদের মধ্যে ছাত্র ২৭৬ ও ছাত্রী ২৫৮ জন। সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৭৯০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৮৪, অনুপস্থিত ৩৭। এদের মধ্যে ছাত্র ৩৮৬ ও ছাত্রী ২৫৪ জন। অপরদিকে, ভোকেশনাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৩ জন, অনুপস্থিত ০১। এদের মধ্যে ছাত্র ৪২ ও ছাত্রী ২১ জন পরীক্ষার্থী।
প্রতিক্ষণ/এডি/এফটি