দৈহিক মিলনেও ছড়াচ্ছে জিকা ভাইরাস
আন্তর্জাতিক ডেস্ক
এতদিন শুধুমাত্র ডেঙ্গুজ্বর ছড়ানো এডিস এজিপ্টি (Aedes aegypti) মশকির মাধ্যমে জিকা ভাইরাস প্রাদুর্ভাবের কথা বলা হচ্ছিল। তবে এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোন এলাকায় ভ্রমণ করেননি, তবে তার সঙ্গী সম্প্রতি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কারণেই তিনি এই জটিল রোগে আক্রান্ত হয়েছেন। জিকা ভাইরাস সাধারণত মশার মাধ্যমে ছড়ায়। তবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটি ছড়ানোর এটি একটি বিরল ঘটনা।
সিডিসির কর্মকর্তা ড. এ্যান শুকেট বলেছেন, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোনো ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো। এর আগে বিদেশফেরতদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের ভূখন্ডেই জিকা সংক্রমণের ঘটনা ঘটলো। তবে যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের এটিই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে এ ধরণের আরেকটি সংক্রমণ ঘটেছিল।
এদিকে, অস্ট্রেলিয়ায়ও জিকা ভাইরাস আক্রান্ত হওয়ার দুটি খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, সিডনির দুজন নাগরিক ক্যারিবীয় অঞ্চল থেকে অস্ট্রেলিয়া ফেরার পর তাদের শরীরে এ ভাইরাসের লক্ষণ ধরা পড়ে।
জিকা এক ধরনের মশাবাহিত ভাইরাস। এর প্রভাবে বিশ্বের আক্রান্ত অঞ্চলগুলোর হাজার হাজার শিশু অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাসের কারণে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
প্রতিক্ষণ/এডি/এফটি