ধর্মঘটে পাকিস্তানের সব ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটের কারণে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। জাতীয় বিমান সংস্থাকে বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিমানবন্দরের কর্মীরা এই ধর্মঘটের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো এ ধর্মঘট অব্যাহত রয়েছে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর, লাহোর আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরের পিআইএ প্রতিনিধিরা জানিয়েছেন, পিআইএ’র সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। এসব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাইলটরা কোনো বিমান চালাতে চাইছেন না।
উল্লেখ্য, পাকিস্তান সরকার পিআই-তে ছয় মাসের জন্য ১৯৫২ সালের এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্ট চালু করতে চাইছে। এর বিরুদ্ধে বিমানবন্দর কর্মীরা প্রতিবাদ শুরু করে। এর এক পর্যায়ে মঙ্গলবার করাচি বিমানবন্দরে সহিংস বিক্ষোভের সময় গুলিতে দুই প্রতিবাদকারী নিহত হলে অচলাবস্থার সৃষ্টি হয়। এ ঘটনার দায় নিয়ে এরইমধ্যে পিআইএ চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
প্রতিক্ষণ/এডি/এফটি