মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ শুরু ১৫ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

indexআগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ে এ ঘোষণা দেন তিনি।

জাহিদ হামিদি বলেন, প্রাথমিক পর্যায়ে তিন মাস পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে। সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে যেতে হবে তাদের। নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ থাকা ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এ ছাড়া অনলাইন পদ্ধতিতে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল। বৈধতা শুরু হওয়ার প্রক্রিয়া বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য। আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক তার বাজেট বক্তব্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক দিন পর সে দেশের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি নিবন্ধন শুরুর সময় ঘোষণা করলেন। মন্ত্রীর এ ঘোষণার ফলে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G