৬টি অটোবাইকসহ ৪ ছিনতাইকারী আটক
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলার সংঘবদ্ধ ৪ ছিনতাইকারীকে ৬টি অটোবাইকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সকালে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হকের গোয়েন্দা শাখায় পাঠানো মামলার তদন্তের পরিপেক্ষিতে শনিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলামের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় সদ্স্যদের নিয়ে কোতোয়ালী থানাধীন পাটগুদাম, চরকালীবাড়ি, কৃষ্টপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার আরফান আলী (৩৫), ময়মনসিংহ জেলার হানিফ (১৮), জামালপুর জেলার ছাদেক হোসেন (১৮) ও আসাদুল (৩০)।
এর আগে ছিনতাই সংক্রান্তে জেলার বিভিন্ন থানায় মামলা এবং এফআইআর অভিযোগে দায়ের করা হয়। এর মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা নং-২০(০২)২০১৬।
ডিবির অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, আটককৃতরা আন্তজেলার ছিনতাইকারী চক্রের সদস্য বলে তাদের স্বীকারোক্তিতে জানা গেছে। তাদের স্বীকারোক্তিতে ৬টি ব্যাটারীচালিত অটো রিক্সা, ২টি মোবাইল, ৩টি ধারালো ছুরি উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। জেলার বিভিন্ন জায়গা থেকে ব্যাটারীচালিত এবং সিএনজি গাড়ী ভাড়া করে নিরিবিলি স্থানে নিয়ে ড্রাইভারকে হত্যা ও জখম করে ব্যাটারীচালিত/সিএনজি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী সদস্যদের বিরুদ্ধে।
প্রতিক্ষণ/এডি/এফটি