শাহজালালে এবার যাত্রীর পেটে স্বর্ণ!

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার এক যাত্রীর পেটে প্রায় এক কেজি স্বর্ণের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

মঙ্গলবার রাতে বিরল এ ঘটনা ঘটে।

কুয়ালামপুর থেকে আগত রোমান তালুকদার (৩৫) নামে ঐ যাত্রী বিমান বন্দরের আর্চওয়ে পার হওয়ার সময় স্ক্যানারে তার তলপেটে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে রোমানের পেটের এক্স-রে করলে স্বর্ণের বিষয়টি জানা যায়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক জাকারিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালামপুর থেকে একটি ফ্ল্যাইট (বিজি-০১৮৭) ঢাকায় আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঐ ফ্ল্যাইটের যাত্রী রোমানকে আটক করা হয়। আটক যাত্রী রোমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার পেটে ৯টি স্বর্ণের বার রয়েছে। যার ওজন প্রায় এক কেজি।

ব্যতিক্রমী এ ঘটনায় ঐ ব্যক্তিকে নিজের থেকে সোনার বারগুলো বের করার চেষ্টা করতে বলেছেন কর্মকর্তারা। অন্যথায় চিকিৎসকের কাছে নিয়ে পেট থেকে সোনা বের করা হবে বলে তাকে জানানো হয়েছে। আটক রোমানের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G