এবার চীনে জিকা ভাইরাস শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকা ও আমেরিকার পর এবার এশিয়ার দেশ চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের গানজিয়ান কাউন্টিতে ৩৪ বছর বয়সী এক লোকের শরীরে জিকা ভাইরাস ধরা পড়েছে। গত মাসের ২৮ তারিখে ভেনেজুয়েলায় ঐ চীনা নাগরিকের শরীরে ভাইরাসটির উপস্থিতি রয়েছে এমন সন্দেহে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এরপর গত ৫ ফেব্রুয়ারি সে হংকং ও দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেন হয়ে গানজিয়ান কাউন্টিতে ফিরেন। এরপরই পরীক্ষা করে তার শরীরে জিকার উপস্থিতি নিশ্চিত করা হয়। আক্রান্ত লোকটিকে তার নিজ শহরের একটি হাসপাতালে গত ৬ ফেব্রুয়ারি থেকে জনবিছিন্ন করে রাখা হয়েছে। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তবে দেহে র্যাশ দেখা দিয়েছে।
আমেরিকার ২০টিরও বেশি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি মাসের ১ তারিখে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালের এপ্রিলে আফ্রিকার দেশ উগান্ডায় সর্বপ্রথম জিকা ভাইরাস দেখা দেয়। চলতি বছরে আমেরিকায় ভাইরাসটি মহামারি আকার ধারণ করে। মশাবাহিত ভাইরাসটির সংক্রমণে গর্ভবতী নারীরা অস্বাভাবিক ছোট মাথার সন্তান জন্ম দিচ্ছেন। যদিও এর স্বপক্ষে এখনো জোরালো প্রমাণ পাননি বিজ্ঞানীরা। তবে এরপরও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে নারীদের ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি