রাস্তায় ব্যবসায়ীরা
নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে কয়েক দফা আহবান জানিয়েও কোন লাভ না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নামলেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।
বুধবার বেলা পৌনে ১১টায় সংগঠন তিনটির যৌথ উদ্যোগে বিজিএমইএ ভবনের সামনে বিশাল মানববন্ধনে দাঁড়ায় এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা।
সংকট নিরসনের দাবীতে মানববন্ধনে অংশগ্রহণ করে এক্সপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন, বাংলদেশ কাস্টমস এজেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন।
মানব বন্ধনে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, পোশাক শিল্পখাত কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে পারে না। পেট্রলবোমায় শুধু বাস-ট্রাক পুড়ছে না; পুড়ছে শিল্প, পুড়ছে অর্থনীতি।
বিজিএমইএ- এর পক্ষ থেকে বলা হয়, জাতীয় অর্থনীতি সচল রাখার দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
দেশের বৃহৎ উৎপাদনশীলন পোশাক খাতের ক্ষতি হয় এমন কর্মসূচি না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের নেতারা।
প্রতিক্ষণ /এডি/গুলজার