শ্যোন অ্যারেস্ট বন্ধের নির্দেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

images (6)কোনো অপরাধে দায়ের হওয়া মামলায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে কাউকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) করা যাবে না। উপযুক্ত প্রমাণ পেলেই কেবল গ্রেফতার করা হবে।ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন নির্দেশ দিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেড কোয়ার্টারে অনুষ্ঠিত এক কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।

মহানগর পুলিশের মান্থলি ক্রাইম কনফারেন্স এ ডিএমপি বিভাগ-জোনের উপ-কমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এসময় জানুয়ারি মাসে রাজধানী ঢাকার অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ডাকাতি-হত্যাসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে নিরীহ লোক যেন হয়রানির শিকার না হন। কোনো অপরাধে দায়ের হওয়া মামলায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে কাউকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) করা যাবে না। উপযুক্ত প্রমাণ পেলেই কেবল গ্রেফতার করা হবে।
প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G