চলতি বছরেই আইএস নির্মূল হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ১০:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ebadiচলতি বছরেই সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে ইরাক থেকে নির্মূল করা হবে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। এ বিষয়ে তার সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মলনে এসব কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী।

আল-এবাদি বলেন, গত বছরই ছিল ইরাকে দায়েশ সন্ত্রাসীদের অবস্থানের শেষ বছর এবং চলতি বছরকে আমরা দায়েশের জন্য চূড়ান্ত বছর করতে চাই। দায়েশ সন্ত্রাসীরা যত জায়গা দখল করেছিল তার প্রায় অর্ধেক আমরা আবার নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, দায়েশ হচ্ছে এখন আন্তর্জাতিক ইস্যু এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর ট্রানজিট ও তহবিল বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি চেষ্টা করতে হবে।

সম্মেলন শুরু আগে ইরাকের প্রধানমন্ত্রী জার্মানির স্থানীয় গণমাধ্যমকে বলেন, তুরস্ক থেকে সন্ত্রাসীরা সিরিয়ায় আসছে আর সিরিয়া থেকে আসছে ইরাকে। এই সন্ত্রাসীরা এখনো তেল চোরাচালানে জড়িত।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G