বিএসএফ ক্যাম্পের সামনে বাংলাদেশির লাশ
প্রতিক্ষণ ডেস্ক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জয়নগর ক্যাম্পের সামনে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে বলে জানা গেছে। এলাকাটি সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে অবস্থিত।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে, তারা জানতে পেরেছে, মোমিন মোল্লা (২৮) নামের বাংলাদেশি ঐ যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি এক মাস আগে ভারতে গিয়েছিলেন। মোমিন বৈকারী গ্রামের হারুন অর রশিদের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন বলেন, আজ সোমবার সকালে আমরা খবর পেয়েছি, সীমান্তের মেইন পিলার-৭-এর সাব-পিলার-৭-এর বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সামনে থেকে মোমিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিক খবরে জানতে পেরেছি।
বিজিবির বৈকারী বিওপি কমান্ডার সুবেদার জালালউদ্দিন জানান, এ বিষয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হবে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ নিয়ে আসা হবে।
প্রতিক্ষণ/এডি/ফর