সংসদে অসুস্থ রেলমন্ত্রী
প্রতিক্ষণ ডেস্ক
সংসদে প্রশ্নোত্তর পর্বে গুরুতর অসুস্থ পড়েন রেলপথমন্ত্রী মুজিবুল হক। এ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায় এবং সেটি রক্তে লাল হয়ে গিয়েছিল।
সংসদে উপস্থিত মন্ত্রী-এমপিরা বিষয়টি লক্ষ্য করলে রেলমন্ত্রী জড়ানো কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক।
এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রেলমন্ত্রীকে ধরে লবিতে নিয়ে যান।সেখানে সোফায় কিছুক্ষণ শুইয়ে রেখে পরে অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে স্কয়ার হাসাতালে নেওয়া হয়।
সোমবার রাত সোয়া ৮টার দিকে রেলমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল আলম বলেন, স্যার সুস্থই ছিলেন, আজ সংসদে যখন আসেন তখনও কোনো সমস্যা মনে হয়নি। তবে প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্যারকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তাররা বলেছেন গুরুতর কোনো সমস্যা চিহ্নিত হয়নি। এখন সুস্থ আছেন।
প্রতিক্ষণ/এডি/ফর