চার মাদ্রাসা শিক্ষককে জরিমানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

chuadangaপরীক্ষার্থীদের নকল করার সহযোগিতার অপরাধে চুয়াডাঙ্গায় চার মাদ্রাসা শিক্ষককে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার সিনিয়র আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের বিচারক মুনিবুর রহমান এ জরিমানার আদেশ দেন।

তাৎক্ষানিকভাবে ঐ চার শিক্ষক জরিমানার টাকা পরিশোধ করে ক্ষমা পান। অভিযুক্ত শিক্ষকরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসার শিক্ষক শফিউদ্দীন, হাজরাহাটি দাখিল মাদ্রাসার ইদ্রিস আলী, বেগমপুর মাদ্রাসার আশরাফুল ইসলাম ও সরাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুক্তার হোসেন।

আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আনারুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে ঐ চার শিক্ষক ছাত্রদের নকলে সহযোগিতা করছিলো। এ সময় কেন্দ্রে প্রবেশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান। তাৎক্ষানিকভাবে তিনি ঐ চার শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন।

আলিয়া মাদ্রাসার সহকারী কেন্দ্র সচিব ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করার পর পরীক্ষা কেন্দ্রে আদালত বসিয়ে অভিযুক্ত চার শিক্ষকের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহসহ অভিযুক্তরা শিক্ষক অবৈধভাবে নানা সুবিধা নিয়ে পরিক্ষার্থীদের সহযোগীতা করে আসছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G