বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার হলিউড অভিষেক হতে যাচ্ছে ‘বেওয়াচ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই তথ্যটি নিশ্চিত করে প্রিয়াংকাকে স্বাগত জানিয়েছেন সিনেমার অভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন।
৩৩ বছর বয়সী প্রিয়াংকার হলিউড টিভি সিরিজে অভিষেক হয় গত বছর। ‘কোয়ানটিকো’ নামের ওই টিভি সিরিয়ালে অভিনয় করে জিতে নেনে ‘পিপলস চয়েজ পুরস্কার’। এবার তাকে দেখা যাবে ১৯৯০ সালের টিভি সিরিয়াল অবলম্বনে নির্মিত ‘বেওয়াচ’-এ।
জনসন ‘বেওয়াচ’-এ প্রিয়াংকাকে স্বাগত জানিয়ে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেছেন, তিনি (প্রিয়াংকা) বিশ্বের অন্যতম বড় তারকা। অবিশ্বাস্য রকমের মেধাবী, নিরলস পরিশ্রমী ও অত্যন্ত বিপজ্জনক হওয়ায় ‘বেওয়াচ’র জন্য তিনিই উপযুক্ত। প্রিয়াংকাকে আমাদের কর্মহীন ও অকার্যকর পরিবারে স্বাগতম!
ভিডিওতে জনসন জানান, আগামী সপ্তাহে সিনেমার শ্যুটিং শুরু হবে।
‘ম্যারি কম’ ছবিখ্যাত তারকা প্রিয়াংকা নিজের ইন্সটাগ্রামের উত্তরও দিয়েছেন। তিনি তার পেজে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, খারাপ হওয়াটাই আমি সবচেয়ে ভালো পারি! আপনাদেরই সতর্ক থাকা ভালো!
সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলেজান্দ্রা ডাডারিও, ইলফেনেশ হাদেরা ও কেলি রোবাক।
প্রতিক্ষণ/এডি/আস