মাহমুদুর রহমানের রিমান্ড নামঞ্জুর

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ৩:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mahamudur-rohomanরাজধানীর শাহবাগ থানার করা নাশকতার একটি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একইসাথে তার রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনও নাকচ করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।

তবে এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শাহবাগ থানার নাশকতার এই মামলায় গত ১৪ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G