আগৈলঝাড়ায় নিউমোনিয়ার প্রকোপ ও ঔষধ সংকটে রোগীরা
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিনে ২৩জন শিশু সরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তির পাশাপাশি হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত ৫০জন
রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে, ইনজেকশন ও গ্যাস সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনেরা।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতি ও শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১৩জন শিশু ভর্তি হয়েছে।
এদের মধ্যে অধিকাংশের বয়স ১ বছরের নিচে এবং গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
এছাড়াও গত রোববার ও সোমবার আরও ১০জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের প্রত্যেকের বয়সও ৬ মাসের নিচে।
এদিকে, এলাকায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে অন্তত: ৫০ জনকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তারা। হাসপাতালে ওষুধ সংকটের কারণে দরিদ্র রোগীর স্বজনেরা
রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন।
ডা. মো. আলতাফ হোসেন আরও বলেন, সরকারীভাবে হাসপাতালে সবরাহকৃত ওষুধ বিশেষ করে ইনজেকশন ও গ্যাস সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা কিছুটা বিঘিœত হচ্ছে।
এলাকায় এখনও মহামারি আকার ধারণ করেনি। আবহাওয়াজনিত কারণেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ