সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় (স্থানীয় সময় রাত ১০টায়) এ যুদ্ধবিরতি শুরু হয়।
দ্য হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি) বলেছে, ফ্রি সিরিয়ান আর্মি এবং সশস্ত্র অন্য আসাদবিরোধী দলগুলো ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হতে চলা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে।
এইচএনসি বলেছে, বিরতি চলাকালে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়া সরকার ও তার মিত্রদের লড়াই চালিয়ে যাওয়া উচিত হবে না।
যুদ্ধবিরতির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, এর ফলে মানবিক বিপর্যয়ে থাকা এলাকাগুলোতে প্রয়োজনীয় পণ্য পাঠানো সহজ হবে।
দুসপ্তাহের জন্য এই যুদ্ধবিরতির ডাক দেয়া হলোও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল নুসরা ফ্রন্টের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্র-রাশিয়া।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে। সংস্থাটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি এই যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার সরকার ও রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে সারা বিশ্ব বিষয়টি পর্যবেক্ষণ করবে। সিরিয়া এবং রাশিয়া উভয় দেশই এই যুদ্ধ বিরতি মেনে চলবে বলে জানিয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসটুরা বলেন, যুদ্ধবিরতি মেনে চললে আগামী ৭ মার্চ থেকে শান্তি আলোচনা আবার শুরু হবে।
প্রতিক্ষণ/এডি/এফটি