সাপাহারে ইউপি সচিবদের কর্মবিরতি
নয়ন বাবু (নওগাঁ প্রতিনিধি)
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির ডাকে তিন দফা দাবীতে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে দুই দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়ে শেষ হবে সোমবার বিকাল ৫টায়।
কর্মবিরতি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য প্রদান করেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাপাহার সদর ইউপি সচিব মহিদুল হক (লিপু), শিরন্টি ইউপি সচিব রফিকুল ইসলাম, তিলনা ইউপি সচিব প্রদীপ কুমার, আইহাই ইউপি সচিব রেজাউল করিম।
দাবীসমূহ: ১) ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান, ২) বেতন, বোনাস, আনুতোষিক লামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা, ৩) ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন দেয়া।
প্রতিক্ষণ/এডি/এফটি