মালয়েশিয়ায় ৫৩৯ অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। দেশটির সিপাং সেলাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত এবং লামার ৫৩৯ জন অবৈধ অভিভাসীকে আটক করেছে পুলিশ।
পুরো মালয়েশিয়াজুড়ে এই অভিযান শুরু হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ক্লাং, বালাকং শাহ আলমেও এই পুলিশি অভিযানের খবর পাওয়া গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সাত হাজার ৭৩৯ জন অবৈধ অভিবাসী, ১৩৩ জন মালিক এবং দু’জন নিয়োগকর্তাকে আটক করেছে সেদেশের ইমিগ্রেশন পুলিশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক ইব্রাহিম আব্দুল্লাহ বলেন, এসব অভিযান পরিচালিত হয়েছে ওপি ইকরার বিভাগের মাধ্যমে। তারাই দেশব্যাপী দৈনিক অভিযানগুলো পরিচালনা করে। আটক হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি অভিযুক্ত হচ্ছেন যারা তাদের কাজের শর্ত ভঙ্গ করেছেন। এছাড়া রয়েছেন যারা মেয়াদোত্তীর্ণ পারমিটে কাজ করছেন এবং ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছেন।
প্রতিক্ষণ/এডি/এফটি