প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব: কিম জং উন

প্রকাশঃ মার্চ ৪, ২০১৬ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

FILE - In this Monday, March 11, 2013 file photo released by the Korean Central News Agency (KCNA) and distributed March 12, 2013 by the Korea News Service, North Korean leader Kim Jong Un, third left, looks at South's western border island of Baengnyeong during his visit to the Wolnae Islet Defense Detachment, North Korea. After weeks of fiery rhetoric, military posturing and threats it will strike back hard if provoked, North Korea is keeping the door open | just a crack - to the possibility of talks as U.S.-South Korea war games wind down and feelers are out in diplomatic circles that it might be best to open up some avenue for dialogue. (AP Photo/KCNA via KNS, File)

শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার হুমকি ইদানিং বেশ বেড়ে যাওয়ায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগুলো যেকোনো  সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা উচিত বলে হুশিয়ারী দিয়ে এক নির্বাহী আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 

শুক্রবার সকালে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা  গেছে। সাম্প্রতিক সময়ে চালানো উত্তর কোরিয়ার পরমাণু ও মিসাইল পরীক্ষার বিপরীতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে নতুন কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির বিরুদ্ধে। আর এর পাল্টা জবাব হিসেবেই কিম জং উন এই আদেশ প্রদান করলেন। 

তিনি সামরিক কর্মকর্তাদের  নির্দেশ দিয়েছেন, ‘পরমাণু বোমা ছোড়ার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।কারণউত্তর কোরিয়ার শত্রুরা দেশটির বিরুদ্ধে সবসময়ই তৎপর রয়েছে’। এক সামরিক মহড়ায় উপস্থিত থাকাকালীন অবস্থায় তিনি এ কথা বলেন। 

তিনি তাদের উদ্দেশ্যে আরও বলেন,‘আমেরিকানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের দেশ এবং জনগণের ওপর বিপর্যয় নামিয়ে আনলে,  সেই চরম মুহূর্তে নিজেদের সার্বভৌমত্ব এবং বাঁচার অধিকারের জন্য আমাদের পারমাণবিক সক্ষমতার সহযোগিতা নিতে হবে।’ 

উত্তর কোরিয়ার এই হুমকির সমালোচনায় পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল আরবান বলেছেন, ‘আন্তর্জাতিক দায়িত্ব এবং অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই উত্তেজনাপূর্ণ অবস্থান থেকে সরে আসার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়া সাগরে কয়েকটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপকে দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওনসান থেকে পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সবগুলো ক্ষেপণাস্ত্রই সাগরে পড়েছে।

নতুন নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়েছে। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G