পারমাণবিক হামলার হুমকি উ. কোরিয়ার

প্রকাশঃ মার্চ ৭, ২০১৬ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

koreaদক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এ হুমকি দিয়েছে পিয়ংইয়ং। দেশ দু’টি যদি তাদের এই যৌথ সামরিক মহড়া বন্ধ না করে, তাহলে এ পারমাণবিক হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

প্রতিবছরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়াকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে বরাবরই উত্তেজনা বিরাজ করে। তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া মহড়াটি এ পর্যন্ত সবচেয়ে বড় মহড়া।

এ যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ফোয়াল ইগল’ ও ‘কি রিজলভ।’ এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৩ লাখ সেনা ও যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে। মহড়াটিকে প্ররোচণামূলক বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

এক বিবৃতিতে পিয়ংইয়ং বলেছে, ‘ন্যায়বিচার নিশ্চিতেই এ হামলা চালানো হবে। স্বার্বভৌমত্বের ওপর হুমকি দিয়ে শত্রুরা পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে যে সামরিক মহড়া চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেওয়া হবে।’

এদিকে, পিয়ংইয়ংয়ের যে কোনো প্ররোচণামূলক কর্মকাণ্ড তাদের নিজেদের ধ্বংস ডেকে আনবে বলে হুশিয়ারি দিয়ে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G