ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি

প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

মো.সাদ্দাম হোসেন (ঠাকুরগাঁও প্রতিনিধি):

thakurgong-2ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উপজেলার গন্ড গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৩০টি বাড়ী পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০/৬০ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ড গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক জানান , ‘ পৌনে ৩টার দিকে নেকমরদ বাজার সংলগ্ন গন্ড গ্রামের  ৩০টি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়’। পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হলে  তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ পরিবারদের এম,পি সেলিনা জাহান লিটা-৩০১, উপজেলা ইউ এনও নাহিদ হাসান তাৎক্ষণিকভাবে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।

ঘটনাস্থলেি এসে এম,পি সেলিনা জাহান লিটা বিত্তবানদের অনুরোধ জানান ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে এগিয়ে আসার । বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা চেয়ারম্যান আইনুল মাস্টার,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল এবং ওসি রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G