বিনোদন ডেস্ক
পুলিশ সদস্যদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ নামে ছবিটি। এতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। ছবিটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন।
ছবিটির মুক্তি পাওয়া সম্পর্কে নির্মাতা দীপন জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়েও মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরো চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে।
বাকী সবার মতো পুলিশরাও যে সাধারণ মানুষ তা দেখানো হবে ছবিটিতে। নিজেদের জীবন বাজি রেখে জনগণকে রক্ষা করেন তারা। মোটকথা, পুলিশদের অবদানের ব্যাপারটি তুলে ধরা হবে এতে।
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এছাড়াও রয়েছেন এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে।
ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। আর প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি