টেলিটকের গ্রাহকও পাবেন বিকাশসেবা

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

tarana

এখন থেকে মোবাইল ফোন অপারেটর টেলিটক গ্রাহকরা বিকাশে অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করতে পারবেন। টেলিটকের নেটওয়ার্কে বিকাশের মাধ্যমে মোবাইলে আর্থিক লেনদেন সেবা চালু করেছে বিকাশ।

গতকাল সোমবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, “মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে ব্যাংকিং সেবা বহির্ভূত একটি বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিকাশ। এখন টেলিটকের চলার সঙ্গী হল বিকাশ। বিকাশ যেভাবে বিকশিত হয়েছে টেলিটক সেভাবে বিকশিত করার চেষ্টা করা হচ্ছে।”

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “টেলিটকের কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে, যারা বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে উপকৃত হবেন।”

বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “টেলিটকের নেটওয়ার্কে বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালুর ফলে গ্রাহকরা খুব নিরাপদ, সহজ ও কম খরচে টাকা আদান-প্রদান, দোকানে কেনাকাটাসহ অনেক কিছুই করতে পারবেন।”

 

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G