ভারপ্রাপ্ত গভর্নর আবুল কাশেম
নিজস্ব প্রতিবেদক
ড. আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম। গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে আবুল কাসেমকে নিয়োগ দেওয়া হয়।
আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বিধি অনুযায়ী পদাধিকার বলে ডেপুটি গভর্নর-১ আবুল কাশেম ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করবেন। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি