বান্দরবানে পরিবেশ সাংবাদিকদের সম্মেলন
জেলা প্রতিবেদক:
বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবেশ সাংবাদিকদের সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে হাফেজঘোনা এলাকার একটি আবাসিক হোটেলে এ সম্মেলন শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গ্রীন সোল্ডারের সভাপতি বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন সোল্ডারের উপদেষ্টা ড. সর্পরাজ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ ধ্বংসের কারণেই নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য, দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই উদ্বাস্তু হচ্ছে কোটি কোটি মানুষ। আর এসব থেকে রক্ষা পেতে হলে সবার মাঝে পরিবেশ বিষয়ক গণসচেতনতা সৃষ্টি করতে হবে”।
প্রতিক্ষণ/এডি/কেএইচ
===