শ্যালা নদীতে বাণিজ্যিক নৌচলাচল বন্ধ
প্রকাশঃ মার্চ ২১, ২০১৬ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণজেলা প্রতিবেদক:
নতুন করে দুর্ঘটনা এড়াতে শেলা নদীতে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
কোস্টারডুবির ৪০ ঘন্টা পার হলেও এখনো উদ্ধার কাজ শুরু করা হয়নি এবং কখন শুরু করা হবে নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। শনিবার বিকালে সি হর্স-১ নামের নৌযানটির সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে ডুবে যায়। নৌযানটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল।
এ ঘটনায় রোববার রাতেই জাহাজের মাস্টার সিরাজুল ইসলাম শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে শরণখোলা থানায় গিয়ে কোস্টারের মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেন চাঁদপাই রেঞ্জের ফরেস্টার সুলতান মাহমুদ।
শরণখোলার ওসি মো. শাহ আলম মিয়া বলেন, “বন বিভাগের এ মামলায় নৌযানটির মালিক ও মাস্টারসহ ছয় জনকে আসামি করা হয়েছে।” তারা হলেন,- কোস্টার সি হর্স-১ এর মালিক মনিরা কবির, কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের হালিশহরের সমতা শিপিং ট্রেডার্সের মালিক মো. আজিজুর রহমান, ব্যবস্থাপক জামাল হোসেন, কোস্টারের মাস্টার সিরাজুল ইসলাম মোল্লা, চালক ইসমাইল ফরাজী এবং সুকানি সাইদুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “কয়লাবাহী কোস্টারডুবির ঘটনায় সুন্দরবনের জলজপ্রাণী, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে। তাই ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করা হয়েছে।
ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি ওয়েল ট্যাঙ্কার ২০১৪ সালের ৯ ডিসেম্বর এই শেলা নদীতেই ডুবে যায় । ওই সময় থেকে সুন্দরবনের এই নৌপথটিতে যান চলাচল বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবি জানাচ্ছিলেন।
প্রতিক্ষণ/এডি/কেএইচ
===