অবশেষে সেই জুনায়েদ জেল হাজতে
নিজস্ব প্রতিবেদক
মেয়ে বন্ধুকে কটূক্তি করার অভিযোগে বন্ধুকে পেটানো, তারপর সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আলোচনায় আসা কিশোর জুনায়েদ এখন জেলহাজতে।
ফিল্মি স্টাইলের নির্যাতনকারী জুনায়েদ রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কেএম শামসুল আলম তা নাকচ করে আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৩ মার্চ ধানমণ্ডি লেকের পাড়ে একটি মারধরের ঘটনা ঘটে যা ভিডিও করা হয় এবং তা ফেসবুকে আপলোড করা হয় ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়ে বন্ধুকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক যুবককে মারধর করছে জুনায়েদ। নুররুল্লাহ তার বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে- এই অভিযোগে জুনায়েদ তাকে মারধর করে। কিন্তু বারবার ওই অভিযোগ অস্বীকার করেছে নুরুল্লাহ। তারপরও জুনায়েদের হাত থেকে রক্ষা পায়নি কিশোর নুরুল্লাহ। এ ঘটনায় ১৪ মার্চ নুরুল্লাহ ধানমণ্ডি থানায় সাইবার আইনে মামলা করেন।
প্রতিক্ষণ/এডি/এস. টি.