স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের বিশেষ ডুডল

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

সিফাত তন্ময়

doodle_protikhon_dot_comবাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরী করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল । গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন এই ডুডলটি, বাংলাদেশের পতাকার রং লাল সবুজে তৈরী করা হয়েছে ইংরেজি শব্দে লেখা (Google) লেখাটিdoodle2_doodle_protikhon_dot_com এবং মাঝের “O” বর্ণটিতে বঙ্গবন্ধু সেতু দেখানো হয়েছে । ২০১৩  সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরী করে আসছে এই ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট । এর আগে শুধু মাত্র বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য গুগল ডুডল দেখানো হত তিনটি পদ্ধতিতে, ব্যবহারকারী আইপি,  জিয়োগ্রাফিক লোকেশন, এবং  ইমেইল এ ডিফল্ট কান্ট্রি সেটিংস এর মাধ্যমে । সেক্ষেত্রে শুধুমাত্র google.com.bd সাবডোমেইন এ ডুডল দেখা যেত কিন্তু এবার গুগলের মূল হোমপেজ google.com এ লগ ইন করলেই ব্যবহাকারীরা এ ডুডল দেখতে পাবেন ।

গুগল ডুডল : কোনো বিশেষ দিনে বা  উপলক্ষে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তুলে সার্চ ইঞ্জিনটি হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শনের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G