আজান শুনে বক্তব্য থামালেন মোদি

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৬ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

29436-modiআজান শুনে নিজের বক্তব্য থামিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবে  পাঁচ মিনিট তিনি চুপ থাকলেন। আজান শেষে আবার ভাষণ শুরু করলেন। এ সময়  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন মোদি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিমবঙ্গের খড়গপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদি। এ সময় নিকটবর্তী একটি মসজিদে আজান দেওয়া হয়। আজানের সুর শুনেই বক্তব্য দেওয়া বন্ধ করেন মোদি।

আজান শেষে ভাষণ শুরুর পর মোদি বলেন, ‘আমি কারো উপাসনায় বাধা দিতে চাই না। তাই একটু চুপ থাকলাম।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে নির্বাচনী সভায় মোদি বলেন, তৃণমূলের একাধিক নেতা সারদা ও নারদা স্টিং কেলেঙ্কারির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়েছে।

তৃণমূল কংগ্রেস ও বামরা আগামী ৪০ বছরে পশ্চিমবঙ্গ ধ্বংস করে ফেলবে বলে সভায় মন্তব্য করেন মোদি। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিতে সবাইকে আহ্বান জানান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G