অধ্যক্ষের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রতিক্ষণ ডেস্ক
অধ্যক্ষকে শারীরিক লাঞ্ছনা করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরমাণু শক্তি কমিশন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার ভোরে রাজধানীর উপকণ্ঠ সাভারের পরমাণু শক্তি কমিশনে এক বৈজ্ঞানিক কর্মকর্তা ঐ শিক্ষককে লাঞ্ছনা করে বলে অভিযোগ পাওয়া যায়।
বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে ঐ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবাদকারীরা জানান, পরমাণু শক্তি কমিশন স্কুল অ্যান্ড কলেজে নিজের স্ত্রীকে অধ্যক্ষের আসনে বসাতে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছিলেন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম কে মামুনসহ একটি চক্র। তাঁর স্ত্রী মুশফিকা মঞ্জুরী ঐ বিদ্যালয়ে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক।
শনিবার ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম কে মামুন কলেজেরে অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে ক্যাম্পাসে মারধরের এ খবর ছড়িয়ে পড়লে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় মহাসড়কটিতে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের জানান, শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে এখানে সড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।
======