সপ্তাহ পেছালো নিজামীর রিভিউর শুনানী
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নিজামীর আইনজীবী শুনানির জন্য ছয় সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন।
এ আদেশের মধ্য দিয়ে নিজামীর পক্ষে করা রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
গত ৩০ মার্চ রিভিউ আবেদনের দিন নির্ধারণের জন্য সরকারের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার। ৩রা এপ্রিল সেই শুনানির জন্য নির্ধারিত ছিল।
এর আগের দিন, অর্থাৎ ২৯ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজামীর পক্ষে রিভিউ আবেদন করা হয়। মোট ৪৬টি যুক্তিতে ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদন জমা দেওয়া হয়।
২০১৪ সালের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
=========