সেলফিতে ভূতের উপস্থিতি !!!

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৬ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

 স্বাভাবিকভাবেই সেলফি তুলেছেন তারা দুজন। এক নারীর পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন এক পুরুষ। পরে এটি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই বাধে তুলকালাম কাণ্ড। কারণ ছবিতে নারী ও পুরুষের পেছনের জানালার কাচে পড়া প্রতিফলনে ভৌতিক কিছু খুঁজে পান অনেকে।

আলোচিত সেলফিটি প্রথম দেখায় সাধারণ বলেই মনে হবে। তবে জানালার কাচে পড়া প্রতিফলনেই সমস্যা ধরা পড়ে। পেছনের কাচের হওয়া প্রতিফলনে নারী ও পুরুষের পেছনের অংশ দেখতে পাওয়ার কথা। পুরুষটির ক্ষেত্রে পেছনের অংশই দেখা যায়। তবে প্রতিফলিত অংশে নারীটিকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সাধারণভাবে এমনটি কোনোভাবেই হওয়ার কথা নয়।

এনডিটিভি জানিয়েছে, প্রতিফলিত অংশে নারীটির পেছনের অংশের বদলে সামনের দিক মুখ করে থাকাকে অনেকে ভুতুড়ে বলে মনে করেন। তবে প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা একে ফটোশপের কারসাজি বলে দাবি করেন। আর ছবি সম্পাদনার কাজটি যথেষ্ট নিখুঁত হওয়ায় অনেকেই একে ভুতুড়ে কাণ্ড বলে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন।

ভুতুড়ে অথবা ফটোশপের কারসাজি, যাই হোক না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সেলফি তুলকালাম কাণ্ড বাধিয়েছে। এটি প্রথমে পোস্ট করা হয় নাইনগ্যাগ নামক ওয়েবসাইটে। পরে খুদে বার্তা আদান-প্রদানের মাধ্যম টুইটারে পোস্ট করার পর এতে ১৮ হাজার বার রিটুইট হয়েছে। আর আলোচিত সেলফিতে লাইক পড়েছে ১০ হাজার বার।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G