জামিন চাইতে আদালতে খালেদা জিয়া

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

9dd60b7f6217f09237019b7071e166c7-19বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন চাইতে আদালতে হাজির হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পাঁচ মামলায়। এ সময় কয়েকশ নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে, খালেদা জিয়ার আদালতে হাজির উপলক্ষে আদালত চত্বরে পুলিশ-র‍্যাবের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঐ অঞ্চলে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এসময় খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত আছেন।

গত ৩০ মার্চ বিএনপির চেয়ারপার্সনসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঐ দিন বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ৩০ মার্চ অভিযোগপত্র গ্রহণ করেন বিচারক। এ সময় মামলার ২৮ আসামিকে পলাতক উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন গত বছরের ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G