খালেদা জিয়ার জামিন

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

photo-1459834915রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া। এ সময় কয়েকশ নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে দুই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়ার আদালতে হাজির উপলক্ষে আদালত চত্বরে পুলিশ-র‍্যাবের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঐ অঞ্চলে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এ সময় খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত আছেন।

===========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G