পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

pakisthan dron fireপাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির শীর্ষস্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরে শাওয়াল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

হতাহত সবাইকে সন্ত্রাসী বলে দাবি করেছেন এ কর্মকর্তা। উত্তর ওয়াজিরিস্তানের ওই এলাকায় তালেবান ও আল-কায়েদা গেরিলারা ২০০০ সালের গোড়া থেকে তৎপর রয়েছে। তবে বিভিন্ন নিরপেক্ষ সূত্র জানিয়েছে, মার্কিন ড্রোন হামলায় যারা হতাহত হচ্ছেন, তাদের বেশিরভাগই নিরীহ মানুষ।

পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মাঝেমধ্যেই ড্রোন হামলা চালায় আমেরিকা। ওয়াশিংটনের এ ধরনের ন্যক্কারজনক তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণের অব্যাহত প্রতিবাদ উপেক্ষা করছে ওবামা প্রশাসন। পাকিস্তানের ৬৬ শতাংশ মানুষ মার্কিন ড্রোন হামলাকে সমর্থন করে না বলে দেশটিতে চালানো এক জরিপ থেকে জানা গেছে। খবর- আইআরআইবি।

প্রতিক্ষণ /এডি/কেয়া

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G