বৈশাখে ইলিশ – বাথুয়া ভর্তা
প্রতিক্ষণ রসুইঘর ডেস্ক
ভর্তা ছাড়া কি বৈশাখের খাবারে পূর্ণতা আসে? ভর্তা আমাদের বাঙালিয়ানা খাবারের অন্যতম প্রধান আকর্ষণ।চলুন আমরা জেনে নিই সুস্বাদু ইলিশ বাথুয়া ভর্তার রেসিপি।
উপকরণ:
বাথুয়া শাক – ২ আটি
ইলিশ মাছ–২ টুকরো (মাঝারী সাইজের)
রসুন – ২ কোয়া-
কাঁচামরিচ – ৭/৮ টি
পেঁয়াজ কুচি – ১ টি মাঝারি
লবণ – পরিমাণমতো
ধনেপাতা – পরিমাণমতো
প্রনালীঃ
প্রথমে শাক বেছে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরান। তাওয়ায় অল্প লবণ দিয়ে শাক, মাছ ও কাঁচামরিচ টেলে নিন। শিলপাটায় শাক , ইলিশ মাছ, রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ একসাথে বেটে নিন। বাটা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে ধনেপাতা ছিটিয়ে দিন। তাহলেই হয়ে গেল বৈশাখী ইলিশ-বাথুয়া ভর্তা। চাইলে নিজের মতো করেও পরিবেশন করতে পারেন।
প্রতিক্ষণ/এডি/তাজিন
=======